সিরাজগঞ্জের তাড়াশে সমাজসেবা অধিদপ্তরে আবেদনকারী উপজেলার আট ইউনিয়নের বয়স্ক ও বিধবা ভাতাভোগী প্রাপ্তদের বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো: মেজবাউল করিমের সভাপতিত্বে বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কে.এম মনিরুজ্জামান, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো: বাবুল শেখ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার সোহানুর রহমান সোহানসহ আরো অনেকেই।
এ সময় উপজেলার আট ইউনিয়নের ৮ হাজার ৪শত ২৮জনকে বয়স্ক ও ৫হাজার ৭শত ৬৩জনকে বিধবা ভাতার বই বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস